বাংলা
উপসর্গ
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়।
১. নতুন অর্থ বোধক শব্দ তৈরি হয়।
২. শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
৩. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
৪. শব্দের অর্থের সংকোচন ঘটে।
৫. শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই উপসর্গ। যেমন 'কাজ' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হয় 'অ-কাজ', যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে সংকোচন হয়েছে। 'পূর্ণ' (ভরা) শব্দের আগে 'পরি' যোগ করায় 'পরিপূর্ণ' হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ (অর্থে ও আকৃতিতে), এ উপসর্গগুলো নিজস্ব কোন অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ৰমতা থাকে।
বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : খাঁটি বাংলা, তৎসম (সংস্কৃত) এবং বিদেশি।
১. খাঁটি বাংলা উপসর্গ মোট একুশটি : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
২. তৎসম (সংস্কৃত) উপসর্গ : তৎসম উপসর্গ বিশটি : প্র, পরা, অপ, নি, অনু, অব, নির, দুর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অধি, অপি, অভি, উপ, আ।
বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এ চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সে শব্দটির তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়। যেমন : সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। এতএব উপসর্গ সু, বি, নি-ও বাংলা। আর সুতীৰা, বিপৰ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই উপসর্গ সু, বি, নি-ও তৎসম।
৩. বিদেশী উপসর্গ : আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি- এসব ভাষায় বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত। এর কতকগুলো খাঁটি উচ্চারণে আবার কতকগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এসঙ্গে কতকগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। নিচে কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দেওয়া হল।
ক. ফারসি উপসর্গ :
১. কার : (কাজ অর্থে) কারখানা, কারসাজি, কারচুপি।
২. দর : (মধ্যস্থ, অধীন অর্থে) দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩. না : (না অর্থে) নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪. নিম : (আধা অর্থে) নিমরাজি, নিমমোলস্না, নিমখুন।
৫. ফি : (প্রতি অর্থে) ফি রোজ, ফি হপ্তা, ফি বছর।
৬. বদ : (মন্দ অর্থে) মদমেজাজ, বদরাগী, বদবখ্ত।
৭. বে : (না অর্থে) বেআদব, বেকসুর, বেতার।
৮. বর : (বাইরে, মধ্যে অর্থে) বরখাসত্ম, বরদাসত্ম, বরখেলাপ।
৯. ব : (সহিত অর্থে) বমাল, বনাম, বকলম।
১০. কম : (স্বল্প অর্থে) কমআক্কেল, কমজোর, কমবখ্ত।
খ. আরবি উপসর্গ :
১. আম : (সাধারণ অর্থে) আমদরবার, আমমোক্তার।
২. খাস : (বিশেষ অর্থে) খাসমহল, খাসকামরা, খাসদরবার।
৩. লা : (না অর্থে) লাজওয়াব, লাওয়ারিশ, লাপাত্তা।
৪. বাজে : (বিবিধ অর্থে) বাজে খরচ, বাজে কথা, বাজে জমা।
৫. গর : (অভাব অর্থে) গরমিল, গরহাজির, গররাজি।
৬. খয়ের : (ভাল অর্থে) খয়ের খাঁ (মঙ্গলকাঙ্ৰী)।
গ. ইংরেজি উপসর্গ :
১. ফুল (পূর্ণ অর্থে) : ফুলহাতা, ফুলশার্ট, ফুলপ্যান্ট।
২. হাফ (আধা অর্থে) : হাফহাতা, হাফটিকেট, হাফস্কুল।
৩. হেড : (প্রধান অর্থে) হেডমাস্টার, হেড অফিস, হেড প-িত।
৪. সাব (অধীন অর্থে) সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর।
ঘ. উদর্ু-হিন্দি উপসর্গ :
হর (প্রত্যেক অর্থে) হররোজ, হরমাহিনা, হরকিসিম। হর + এক (বিভিন্ন অর্থে) হরেক রকম (বিভিন্ন), হরেক আদমী (প্রত্যেক)।
কতিপয় মডেল প্রশ্ন
১। শব্দ সাধনের রীতি_
ক) সমাস খ) উপসর্গ
গ) প্রত্যয় ঘ) সবকটিচ
২। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?
ক) ১৯টি খ) ২০টিচ
গ) ২১টি ঘ) ২২টি
৩। কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে-বাক্যে কোন্ উপসর্গ আছে?
ক) বাংলা খ) বিদেশি
গ) আরবি ঘ) সংস্কৃতচ
৪। অর্থানত্মর সাধনের দ্বারা নতুন শব্দ গঠন করে কে ?
ক) বিভক্তি খ) উপসর্গচ
গ) লিঙ্গ ঘ) সমাস
৫। 'আবছায়া' শব্দে 'আব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত।
ক) অশুভ খ) বিশিষ্ট
গ) অস্পষ্টচ ঘ) সহিত
৬। আমি অবেলাতে দিলাম পাড়ি-কোন উপসর্গ ?
ক) তৎসম খ) বিদেশি
গ) খাঁটি বাংলাচ ঘ) কোন্টি নয়
৭। উপসর্গের প্রভাবে কয় ধরনের পরিবর্তন হয় ?
ক) ৪ খ) ৫চ
গ) ৬ ঘ) ৭
৮। কোন্টি তৎসম উপসর্গযুক্ত শব্দ ?
ক) প্রভাবচ খ) বকলম
গ) মনজয় ঘ) অনাচার
ইংরেজি
Phrases & Idioms
1. “Lend me your ears” means-
a) let me cheek ears. b) let me whisper into your ears.
c) listen to me. d) come close to me.
Ans. c
Find the appropriate meanings of the phrases in bold.
2. Maiden speech-
a) last speech b) early speech
c) final speech c) first speech
e) middle speech
Ans. d
3. White elephant
a) an elephant of white color b) an elephant of back color
c) a boar d) a black marketer
e) a very costly and troublesome possession
Ans. e
4. “Apple of discord” means-
a) object of dispute b) an attractive object
c) disagreement d) a valuable day
Ans. a
5. “He has left the country for good” means-
a) he has left the country for his own good.
b) he has left the country for foreign goods.
d) he wants to buy good things.
Ans. c
6. The phrase “give a hand” means-
a) to help b) to stay
b) to shake hands d) to extend one’s hand
Ans. b
উপসর্গ
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়।
১. নতুন অর্থ বোধক শব্দ তৈরি হয়।
২. শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
৩. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
৪. শব্দের অর্থের সংকোচন ঘটে।
৫. শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই উপসর্গ। যেমন 'কাজ' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হয় 'অ-কাজ', যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে সংকোচন হয়েছে। 'পূর্ণ' (ভরা) শব্দের আগে 'পরি' যোগ করায় 'পরিপূর্ণ' হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ (অর্থে ও আকৃতিতে), এ উপসর্গগুলো নিজস্ব কোন অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ৰমতা থাকে।
বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : খাঁটি বাংলা, তৎসম (সংস্কৃত) এবং বিদেশি।
১. খাঁটি বাংলা উপসর্গ মোট একুশটি : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
২. তৎসম (সংস্কৃত) উপসর্গ : তৎসম উপসর্গ বিশটি : প্র, পরা, অপ, নি, অনু, অব, নির, দুর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অধি, অপি, অভি, উপ, আ।
বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এ চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সে শব্দটির তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়। যেমন : সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। এতএব উপসর্গ সু, বি, নি-ও বাংলা। আর সুতীৰা, বিপৰ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই উপসর্গ সু, বি, নি-ও তৎসম।
৩. বিদেশী উপসর্গ : আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি- এসব ভাষায় বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত। এর কতকগুলো খাঁটি উচ্চারণে আবার কতকগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এসঙ্গে কতকগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। নিচে কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দেওয়া হল।
ক. ফারসি উপসর্গ :
১. কার : (কাজ অর্থে) কারখানা, কারসাজি, কারচুপি।
২. দর : (মধ্যস্থ, অধীন অর্থে) দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩. না : (না অর্থে) নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪. নিম : (আধা অর্থে) নিমরাজি, নিমমোলস্না, নিমখুন।
৫. ফি : (প্রতি অর্থে) ফি রোজ, ফি হপ্তা, ফি বছর।
৬. বদ : (মন্দ অর্থে) মদমেজাজ, বদরাগী, বদবখ্ত।
৭. বে : (না অর্থে) বেআদব, বেকসুর, বেতার।
৮. বর : (বাইরে, মধ্যে অর্থে) বরখাসত্ম, বরদাসত্ম, বরখেলাপ।
৯. ব : (সহিত অর্থে) বমাল, বনাম, বকলম।
১০. কম : (স্বল্প অর্থে) কমআক্কেল, কমজোর, কমবখ্ত।
খ. আরবি উপসর্গ :
১. আম : (সাধারণ অর্থে) আমদরবার, আমমোক্তার।
২. খাস : (বিশেষ অর্থে) খাসমহল, খাসকামরা, খাসদরবার।
৩. লা : (না অর্থে) লাজওয়াব, লাওয়ারিশ, লাপাত্তা।
৪. বাজে : (বিবিধ অর্থে) বাজে খরচ, বাজে কথা, বাজে জমা।
৫. গর : (অভাব অর্থে) গরমিল, গরহাজির, গররাজি।
৬. খয়ের : (ভাল অর্থে) খয়ের খাঁ (মঙ্গলকাঙ্ৰী)।
গ. ইংরেজি উপসর্গ :
১. ফুল (পূর্ণ অর্থে) : ফুলহাতা, ফুলশার্ট, ফুলপ্যান্ট।
২. হাফ (আধা অর্থে) : হাফহাতা, হাফটিকেট, হাফস্কুল।
৩. হেড : (প্রধান অর্থে) হেডমাস্টার, হেড অফিস, হেড প-িত।
৪. সাব (অধীন অর্থে) সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর।
ঘ. উদর্ু-হিন্দি উপসর্গ :
হর (প্রত্যেক অর্থে) হররোজ, হরমাহিনা, হরকিসিম। হর + এক (বিভিন্ন অর্থে) হরেক রকম (বিভিন্ন), হরেক আদমী (প্রত্যেক)।
কতিপয় মডেল প্রশ্ন
১। শব্দ সাধনের রীতি_
ক) সমাস খ) উপসর্গ
গ) প্রত্যয় ঘ) সবকটিচ
২। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?
ক) ১৯টি খ) ২০টিচ
গ) ২১টি ঘ) ২২টি
৩। কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে-বাক্যে কোন্ উপসর্গ আছে?
ক) বাংলা খ) বিদেশি
গ) আরবি ঘ) সংস্কৃতচ
৪। অর্থানত্মর সাধনের দ্বারা নতুন শব্দ গঠন করে কে ?
ক) বিভক্তি খ) উপসর্গচ
গ) লিঙ্গ ঘ) সমাস
৫। 'আবছায়া' শব্দে 'আব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত।
ক) অশুভ খ) বিশিষ্ট
গ) অস্পষ্টচ ঘ) সহিত
৬। আমি অবেলাতে দিলাম পাড়ি-কোন উপসর্গ ?
ক) তৎসম খ) বিদেশি
গ) খাঁটি বাংলাচ ঘ) কোন্টি নয়
৭। উপসর্গের প্রভাবে কয় ধরনের পরিবর্তন হয় ?
ক) ৪ খ) ৫চ
গ) ৬ ঘ) ৭
৮। কোন্টি তৎসম উপসর্গযুক্ত শব্দ ?
ক) প্রভাবচ খ) বকলম
গ) মনজয় ঘ) অনাচার
ইংরেজি
Phrases & Idioms
1. “Lend me your ears” means-
a) let me cheek ears. b) let me whisper into your ears.
c) listen to me. d) come close to me.
Ans. c
Find the appropriate meanings of the phrases in bold.
2. Maiden speech-
a) last speech b) early speech
c) final speech c) first speech
e) middle speech
Ans. d
3. White elephant
a) an elephant of white color b) an elephant of back color
c) a boar d) a black marketer
e) a very costly and troublesome possession
Ans. e
4. “Apple of discord” means-
a) object of dispute b) an attractive object
c) disagreement d) a valuable day
Ans. a
5. “He has left the country for good” means-
a) he has left the country for his own good.
b) he has left the country for foreign goods.
d) he wants to buy good things.
Ans. c
6. The phrase “give a hand” means-
a) to help b) to stay
b) to shake hands d) to extend one’s hand
Ans. b
No comments:
Post a Comment